নিজস্ব প্রতিবেদন : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্ক ছড়াল আসানসোলের শান্তিপুর এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, খাঁটি মদ তৈরিতে উদ্যোগী সরকার, পরিশুদ্ধ জল ব্যবহারের নির্দেশ


শনিবারের গভীর রাত। ঘড়িতে তখন রাত ২টো। শীতের রাতে সারা এলাকা একেবারে জবুথবু হয়ে রয়েছে যেন। গভীর ঘুমে আচ্ছন্ন প্রতিটা বাড়ি। এমন সময়ই হঠাত্ 'আগুন, আগুন' বলে চিত্কার। রাতের নিস্তব্ধতা মুহূর্তে ভেঙে খান খান। আতঙ্ক ঘিরে ধরল গোটা এলাকা।


আরও পড়ুন, রাতভর নিখোঁজ, সকালে কালভার্টের পাশে মিলল ব্যবসায়ীর নলিকাটা দেহ


আসানসোলের শান্তিনগর নেতাজি রোড এলাকায় এক বাড়িতে আগুন লাগে। জানা গিয়েছে, বাড়িটিতে কেরোসিন, পেট্রল, ডিজেল, স্পিরিট প্রভৃতি দাহ্যবস্তু মজুত ছিল। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন।


আরও পড়ুন,মিসড কল প্রেম! দেখা করতে ডেকে কিশোরীকে ধর্ষণ যুবকের


আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে কী কারণে আগুন লেগেছিল, তা এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।