নিজস্ব প্রতিবেদন : আগুনে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটা গোটা খামার। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল কয়েক হাজার মুরগির। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার জামজুড়ি গ্রামে। অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রামটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, সোমবার বিকালে জামজুড়ি গ্রামের পশ্চিম প্রান্তে থাকা কাজুর জঙ্গলে কেউ বা কারা শুকনো ঝরা পাতায় আগুন লাগিয়ে দেয়। এরপরই সেই আগুন ঝোড়ো হাওয়ার দাপটে ভয়ঙ্কর রূপ ধারণ করে। আগুনের লেলিহান শিখা ধেয়ে আসে গ্রামের দিকে। গ্রামবাসীরা আগুন নেভানোর অনেক চেষ্টা করেও ব্য়র্থ হন। কোনওভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 


আগুন ছড়িয়ে পড়ে জঙ্গল লাগোয়া গ্রামের তরুণ পাত্র নামে এক ব্যবসায়ীর মুরগি খামারে। গ্রামবাসীদের চোখের সামনেই কয়েক হাজার মুরগি সহ ওই খামার দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা খামার। মৃত্যু হয় খামারে থাকা প্রায় ২ হাজার মুরগির। খামার মালিক জয়দেব পাত্র জানিয়েছেন, আগুনে গোটা খামারটির চিহ্নমাত্র আর অবশিষ্ট নেই। 


মুরগির খামারের পর আগুন এগোতে থাকে জামজুড়ি গ্রামের মালপাড়ার দিকে গ্রাস করতে। এমন সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। শেষে গ্রামের মানুষ ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পায় গোটা জামজুড়ি গ্রাম। 


আরও পড়ুন, অব্যবস্থার NRS, ৬০ জনের বেডে ১৪০ শিশু!