নিজস্ব প্রতিবেদন : এলাকা থেকে চুরি যাচ্ছিল একের পর এক বাইক। অবশেষে ধরা পড়ল চোর। শুধু চোর বললে ভুল বলা হবে। পুলিসের জালে বাইক চুরির চক্র। বসিরহাট থানার পুলিস বড়সড় সাফল্য পেল। সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হওয়ার আগে ২২টি মোটরসাইকেলসহ চক্রের পাণ্ডা বসিরহাট কলেজ থেকে স্নাতক সোমজিত্ নন্দীকে গ্রেফতার করল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  এলাকার দাপুটে তৃণমূলনেতাকে ‘খুন’ করার পর ঝুলিয়ে দেওয়া হল বাড়ির সামনেই!



এই কাজের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। সম্প্রতি বাইক চুরির তদন্তে নেমে পুলিস বসিরহাট সীমান্তবর্তী সোলাদানা এলাকা থেকে মাদকসহ কুখ্যাত দুষ্কৃতী সৌমজিত নন্দীকে গ্রেফতার করে। তাঁকে জেরা শুরু করে পুলিস। এর পরই তাঁর বাড়ি বসিরহাট শেখপাড়া থেকে উদ্ধার হয় ২২টি চোরাই মোটরসাইকেল। জেরায় সৌম্যজিত স্বীকার করে নেয়, চোরাই মোটরসাইকেলগুলি বাংলাদেশে পাচার করা হত। এই কাজের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বসিরহাট থানার পুলিস। 
সৌমজিত তিন বছর আগে বসিরহাট কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হন।