ওয়েব ডেস্ক: মেদিনীপুরের জামশালে হাতির হানায় এক বৃদ্ধের মৃত্যু। বুধবার রাত নটা নাগাদ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ভূপেন মাঝি। আচমকা একটি দাঁতাল শুঁড়ে তুলে নিয়ে আছড়ে ফেলে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভূপেন মাঝির। এরপর দাঁতালের হামলার মুখে পড়েন স্ত্রী সুফলা দেবী। কোনও রকমে প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয়েছেন তিনি। সুফলা দেবীর বুকে ও কোমরে চোট রয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিত্‍সা চলছে। রাতে বনদফতরের কর্মীরা হাতিটিকে লোকালয় থেকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন। আরও পড়ুন- লেট নাইট পার্টি থেকে ফেরার পথে পথদুর্ঘটনা, সাহায্যকারী হোমগার্ডকে চুম্বন মদ্যপ মহিলার