নিজস্ব প্রতিবেদন : চরম অমানবিকতার ছবি রায়গঞ্জে। সত্তোরোর্ধ্ব এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ সুুপার স্পেশালিটি হাসপাতালে। চোট লেগে মাথা ফেটে গেছে ওই বৃদ্ধার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দুপুরে প্রবল শীতের মধ্যে কাদা মাখা, রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে কাঁপতে কাঁপতে হাসপাতালের জরুরি বিভাগে আসতে দেখে শিউরে ওঠেন চিকিৎসক থেকে নার্স সকলে। জানা গেছে, মণি সাহা নামে ওই বৃদ্ধার বাড়ি রায়গঞ্জের বন্দর এলাকায়। অভিযোগ, তাঁর আত্মীয় মৌসুমী দাসই তাঁকে ধাক্কা মেরে ড্রেনে ফেলে দেন।


যদিও অভিযুক্ত মৌসুমী সাহার দাবি, বৃদ্ধা নিজেই তাঁকে ধাক্কা দিতে গিয়ে ড্রেনে পড়ে যান। ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেন মৌসুমী সাহার আত্মীয়।


আরও পড়ুন, বলাগড়ের লঞ্চ কারখানা ঘিরে বিতর্ক, মালিকের পাল্টা অভিযোগ তোলা না দেওয়াতেই যড়যন্ত্র


ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হয়েছে আহত বৃদ্ধাকে।