নিজস্ব প্রতিবেদন : ফেতাইয়ের প্রভাব কাটতেই স্বাভাবিক ছন্দে শীত। সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপট। বেশ কনকনে ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। বুধবার রাতে তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। নিম্নচাপ কেটে যাওয়ায় তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘূর্ণিঝড় ফেতাইয়ের প্রভাবে মঙ্গলবার সারাদিন ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,আজ বুধবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। জাঁকিয়ে শীত পড়ার পথে এতদিন বাধা ছিল ঘূর্ণাবর্ত। সেই বাধা কেটে গিয়েছে। ফলে বড়দিনের আগে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে।


আরও পড়ুন, অসমে পঞ্চায়েত নির্বাচনে হারেও NRC ইস্যু হাতছাড়া করতে নারাজ মমতা


নিম্নচাপ কাটতেই কলকাতার পাশাপাশি তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে রাজ্যের অন্যত্রও। এদিন সকাল থেকে আসানসোল শিল্পাঞ্চলের ছবিটা কিছু আলাদা নয়। দুর্যোগ কাটতে  না কাটতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে আসানসোল শিল্পাঞ্চল । সকাল থেকে আসানসোল, রানিগঞ্জ, কুলটি শহরের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায়। ঘন কুয়াশার কারণে যানবাহনের গতি ছিল ধীর। দুর্ঘটনার আশঙ্কায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চলাচল করতে দেখা যায়। কুয়াশার কারণে দেরিতেো চলছে ট্রেনও।


আরও পড়ুন, লোকসভায় প্রার্থী হতে বিজেপি দফতরে আবেদনের পাহাড়, আশায় বুক বাঁধছে দল


দক্ষিণ আসানসোলের পাশাপাশি উত্তরে রায়গঞ্জেও কামড় বসাচ্ছে শীত। উত্তর দিনাজপুর জেলাজুড়ে এদিন সকাল থেকেই কুয়াশার দাপট। কোথাও হালকা আবার কোথাও ঘন কুয়াশায় ঢেকেছে এলাকা। কুয়াশার জেরে জাতীয় সড়কে অতন্ত ধীর গতিতে চলাচল করছে যানবাহন। মঙ্গলবার রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ১২.০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি থামায় আরও নামতে চলেছে তাপমাত্রা।