নিজস্ব প্রতিবেদন: পুজোর পর ফের উর্ধ্বমুখী করোনার গ্রাফ। মাত্র একদিনেই রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি। হাওড়ায় ফের চালু হল মাইক্রো কনটেইনমেন্ট জোন। সঙ্গে শহরাঞ্চলের সমস্ত থানা এলাকায় সাপ্তাহিক লকডাউন। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে জেলা প্রশাসন আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবছর কোভিড বিধি মেনেই পুজোর অনুমতি পুজোর অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু পুজোর চারদিন যেভাবে মণ্ডপে মানুষের ঢল নেমেছিল, তাতে প্রমাদ গুণেছিলেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কাই শেষপর্যন্ত সত্যি হল। গত ২৪ ঘণ্টায় স্রেফ কলকাতায় আক্রান্তের সংখ্যা আড়াইশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে। দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতা লাগোয়া হাওড়া, হুগলির মতো জেলায়। মৃতের সংখ্যা ফের দু'অঙ্কের ঘরে।


আরও পড়ুন: Covid 19: রাজ্যে করোনা রুখতে কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ, জোর তিন 'T'-এর উপর


এদিন নবান্ন থেকে করোনা পরিস্থিতি জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব। পরিস্থিতি যাতে কোনওভাবে হাতের বাইরে বেরিয়ে না যায়, সেকারণেই একদফা নির্দেশিকা জারি করেছেন তিনি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজন অনুযায়ী আবার কনটেইনমেন্ট জোন (Containment Zone) তৈরি করতে হবে। রাত্রিকালীন বিধিনিষেধ (Night Curfew) কঠোরভাবে পালন করতে হবে। এবার সেই পথেই হাঁটল হাওড়া জেলা প্রশাসন।


আরও পড়ুন: Hiran: 'জেহাদি হামলা ঠেকাতে বাধ্যতামূলক হোক সামরিক প্রশিক্ষণ', Modi-কে চিঠি BJP বিধায়কের


হাওড়া পুরসভার ১০টি ওয়ার্ডের ১৪টি জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই তালিকাও প্রকাশ করেছে জেলা প্রশাসন। শুধু তাই নয়,  হাওড়া সিটি পুলিসের অধীনস্থ সবকটি থানা এলাকায় আপাতত সপ্তাহে একদিন লকডাউন জারি থাকবে। পাশের জেলা হুগলিতেও ১২ টা ব্লকের ২৬ টি গ্রাম পঞ্চায়েত ও ৭ টি পুরসভার ৩০টা ওয়ার্ডকেও মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)