নিজস্ব প্রতিবেদন: ভিড়ে ঠাসা সভাস্থল। তৃণমূলের যোগদান কর্মসূচি চলছে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ। জখম হলেন খোদ রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। ঘটনাস্থল, দক্ষিণ দিনাজপুরের তপন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দক্ষিণ দিনাজপুরের তপনে যোগদান কর্মসূচি ছিল তৃণমূলে। বামনেতা আনিসুর রহমান-সহ আরএসপি, সিপিএম, কংগ্রেসের অন্তত ১২ হাজার কর্মী-সমর্থক যোগদান করলেন। তাঁদের হাতে পতাকা তুলে দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। এই যোগদান পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি, তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। পড়ে যান মন্ত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, ডান পায়ে সামান্য আঘাত লেগেছে বিপ্লব মিত্র। 


 



তখন একুশের বিধানসভা ভোট দোরগোড়ায়। জেলায় জেলায় যোগদান মেলার আয়োজন করত বিজেপি। স্রেফ নেতা-মন্ত্রী কিংবা জনপ্রিতিনিধিরাই নন, তৃণমূলের অনেক সাধারণ-কর্মীদের মধ্যেও গেরুয়াশিবিরে নাম লেখানোর হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু ভোটের ফলপ্রকাশের পর ছবিটা বদলে গিয়েছে। বিজেপির বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূল। পুরনো দলে ফিরেছেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারাও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)