Sandeshkhali: `শাহাজাহানকে ধরার প্রশ্ন অভিষেক-মমতাকে করুন`, সন্দেশখালি নিয়ে বেলাগাম মন্ত্রী!
অনেকেই তো পাকড়াও হয়েছেন। সবে তো দুদিন হল। সপ্তাহে আরও পাঁচটা দিন বাকি। বললেন সিদ্দিকুল্লা চৌধুরী।
পার্থ চৌধুরী: পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভায় এসে সন্দেশখালি নিয়ে বেলাগাম রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন তিনি ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথ, দেবু টুডু সহ অন্যান্য নেতারা। বর্ধমান টাউনহলে এই সভাটি হয়। এই সভায় এসে সিদ্দিকুল্লাহ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণাত্মক ছিলেন নানা বিষয়ে। তাঁকে প্রশ্ন করা হয়, বিরোধী দলনেতা বলেছেন, শাহাজাহানকে থ্রি-স্টার হোটেলে এনে রাখা হয়েছে?
এই নিয়ে মন্ত্রী বলেন, 'শুভেন্দু তাহলে জানে। আমার জানা নেই। শুভেন্দু-ই তাহলে ধরে দিক না। ওর কাছে তো কেন্দ্রের পুলিস আছে।' শাহাজাহান এখনও কেন অধরা এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'আমি কি শাহাজাহানকে ধরার জায়াগায় রয়েছি? এসব প্রশ্ন অভিষেক বা মমতা ব্যানার্জিকে করুন। তবে আমি বিশ্বাস রাখি, অভিষেক যা বলেছেন তাতে। অনেকেই তো পাকড়াও হয়েছেন। তিনি তো দলের সাধারণ সম্পাদক। তাঁর কথাই দলের কথা। সবে তো দুদিন হল। সপ্তাহে আরও পাঁচটা দিন বাকি।'
সন্দেশখালি নিয়ে মন্ত্রী আরও বলেন, 'বাইরে থেকে এসে ওরা উত্তপ্ত করছে। বাইরে থেকে এসে বলছে তুই বল, তুই বল কিছু। কিছু নাকি খরচও করছে!' তাঁর দাবি,'যে যাই বলুক বাংলায় সিএএ-তে কিছু হবে না। কারও গায়ে হাত দিয়ে দেখাক। যে তোমাকে বলবে বাংলাদেশি, তার মাথা ফাটিয়ে দেবে।'
আরও পড়ুন, North Bengal University: কেন ফেইল? জবাবদিহি চেয়ে আন্দোলনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)