নিজস্ব প্রতিবেদন: চিনা মাঞ্জায় ফাঁস লেগে মৃত্যু হল এক কিশোরের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বাসস্ট্যান্ডের। মৃত কিশোরের নাম সাদিক খান (১৪)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৃতের পরিজনরা জানিয়েছেন, মঙ্গলবার বোনকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল সাদিক। খড়গপুর বাসস্ট্যান্ডে তখন ঘুড়ি ওড়াচ্ছিল একদল ছেলে। তখনই সাদিকের গলায় জড়িয়ে যায় মাঞ্জা। আর্তনাদ করে ওঠে সে। অভিযোগ, মাঞ্জা গলায় পেঁচিয়ে গিয়েছে জেনেও সেটিতে টান দেওয়া হয়। এতেই গলা কেটে ঢুকে যায় মাঞ্জা। এর পর সাদিককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। 


আবেদন ত্রুটিপূর্ণ, লাভপুর খুনে হাইকোর্টে গৃহীত হল না মুকুলের আগাম জামিনের আবেদন


খড়গপুরের পাঁচবেড়িয়ার বাসিন্দা সাদিকের মৃত্যুতে শোকাহত গোটা এলাকা। তরতাজা ছেলেকে হারিয়ে দিশেহারা পরিজনরা। চিনা মাঞ্জায় নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।