নিজস্ব প্রতিবেদন: বছর পনেরো বয়স। নবম শ্রেণির ছাত্রী। বাবার মৃত্যুর পর অশোকনগরের শেরপুর মোড়ে মায়ের সঙ্গে ভাড়া থাকত। ফেসবুকে এক মহিলার সঙ্গে পরিচয় এবং তাঁর দেওয়া মোটা অঙ্কের টোপ দিলে বিহারে পালায় সে। অবশেষে অশোকনগর থানার পুলিসের তৎপরতায় বৃহস্পতিবার বাড়ি ফিরল নাবালিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, তিন মাস আগে এই মহিলার সঙ্গে নাবালিকার ফেসবুক মারফৎ পরিচয় হয়। বাড়ির লোকের চোখে ফাঁকি দিয়ে বিহারে পালায় সে। এরপর অশোকনগর থানায় নিখোঁজ অভিযোগ অভিযোগ দায়ের করে তার মা। পরবর্তীকালে বাড়িতে ফোন করে নাবালিকা। মা'কে জানায় বিহারে রয়েছে। সেই খবর পুলিসকে জানায় নাবালিকার মা। তদন্তে নামে পুলিস। সোমবার অশোকনগর থানার পুলিসের একটি দল বিহারে পাড়ি দেয়।


এরপর বিহারের দরিপা থানার ভাকতুরা গ্রামে যায়। মঙ্গলবার বিহারের স্থানীয় পুলিস এবং চাইল্ড লাইনের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করে অশোকনগর থানার পুলিস। অশোকনগরে নাবালিকাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় পুলিস। সেখান থেকেই মায়ের কাছে ফেরে নাবালিকা। মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবার। পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন নাবালিকার মা।


আরও পড়ুন: Ashoknagar Son 'Murder' Mother: রাস্তায় মহিলার সঙ্গে 'আপত্তিকর অবস্থায়' বড় ছেলে, প্রতিবাদ করে 'চরম' পরিণতি মা'র


আরও পড়ুন: Anarul Hossain Rampurhat Arson: সামান্য রোজগেরে রাজমিস্ত্রি থেকে রামপুরহাটের 'বেতাজ বাদশা', আনারুলের উত্থানের কাহিনী চমকে দেবে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)