নিজস্ব প্রতিবেদন : দিনহাটায় তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা। অল্পের জন্য রক্ষা পান উদয়ন গুহ। হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করেছে  বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠক করতে নয়ারহাট যাচ্ছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। আচমকা উদয় গুহর গাড়ি ঘিরে ধরে হামলা চালায় শ' খানেক দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিসবাহিনী। ঘটনার জন্য তাদেরকে দায়ী করলেও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।


আরও পড়ুন, 'বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে', হুমকি পোস্টারে ছয়লাপ বাড়ির দেওয়াল


এদিকে উদয়ন গুহর গাড়িতে হামলার পরই তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ করে গেরুয়া শিবির। যদিও শাসক শিবির সেই দাবি খারিজ করেছে।