ওয়েব ডেস্ক : পার্কে মদের আসরের বিরোধিতা করে আক্রান্ত প্রতিবাদী। বাড়িতে হামলা চালাল ৩ দুষ্কৃতী। প্রতিবাদীকে নাগালে না পেয়ে গুলি চালিয়ে পালাল পাড়ারই ছেলে। আতঙ্কে চুঁচুড়ার সোনাটুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সন্ধের অন্ধকার নামলেই পাড়ার পার্কে মদের আসর। প্রতিবাদ করেন বছর তিরিশের এক যুবক। দুঃসাহস সহ্য হয়নি দুষ্কৃতীদের। রাতে প্রতিবাদীর বাড়িতে হামলা চালায় তারা। প্রতিবাদীকে না পেয়ে, গুলি চালায় ৩ দুষ্কৃতী। গুলির শব্দ শুনে পাড়া-প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে আসেন । মোটরবাইক ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।


হামলাকারীদের মধ্যে ২ জন স্থানীয় বলে দাবি করছে প্রতিবাদীর পরিবার। পাড়ার ছেলে যদি প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে পারে, তাহলে প্রতিবাদী যুবককে হাতের নাগালে পেলে তারা কী করবে! এখন এই দুশ্চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছে সোনাটুলির বাসিন্দাদের।


আরও পড়ুন, শহরের সব বড় পুজোর পার্কিং জোনে অ্যাপ ক্যাব ধরার সুবিধা