নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার সময় বাড়ি ছেড়েছিলেন। স্বাধীনতার সত্তর বছর পর ফিরলেন বাড়ি। সেদিনের পনের বছরের কিশোর আজ পঁচাশির বৃদ্ধ। বাড়ির পুরনো সদস্যকে ফিরে পেয়ে খুশির হাওয়া হাওড়ার জগত্‍বল্লভপুরের পাতিহাল গ্রামের নস্কর পরিবারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্থির সময়ে সংসারে টান। জগতবল্লভপুরের পাতিহাল গ্রামের নারায়ণ চন্দ্র কাজের সন্ধানে ঘর ছাড়েন। এরপর নানা কাজে হিল্লি দিল্লি ঘুরেছেন। হঠাত্‍ তাঁর আলাপ হয়ে যায় হাওড়ারই বাসিন্দা দিলীপ দাসের সঙ্গে। সব কিছু শুনে বৃদ্ধকে বাড়ি ফেরানোর উদ্যোগ নেন দিলীপ দাস।


প্রথমে বিশ্বাসই হয়নি নস্কর পরিবারের। পরে এ কথা সে কথায় আসল-নকলের তফাতটা স্পষ্ট হয়। তাঁর মুখের আদল যে বাড়ির অনেক সদস্যের সঙ্গেই এক। তাই বৃদ্ধকে ফেরাতে দ্বিধা করেননি তাঁরা। বাড়ির সকলেই বলছেন, সত্তর বছর পর আলোর উত্সবের আগেই বাড়ির একটি নিভে যাওয়া প্রদীপ জ্বলে উঠল। খুশি সক্কলে।