নিজস্ব প্রতিবেদন:  গলার  নলি  ও হাতের  শিরা কাটা অবস্থায় উদ্ধার নিখোঁজ ব্যবসায়ী। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।  ঘটনা কোচবিহারের দু নম্বর ব্লকের বনচুকামারি এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বর কাজে যাওয়ার পর ছেলেকে নিয়ে বাথরুমে যান মহিলা, তারপর তাদের যে অবস্থায় দেখলেন প্রতিবেশীরা...


টাকাগাছের বাসিন্দা কাঠ ব্যবসায়ী  নয়ন ভাস্কর  সোমবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজের জন্য । রাতেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে পুন্ডিবাড়ি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় । পরিবারের দাবি, মঙ্গলবার  রাত সাড়ে নটা নাগাদ   নিখোঁজ নয়ন  ভাস্করের মোবাইল থেকে একটি ফোন আসে তার ছেলের কাছে ।


আরও পড়ুন: বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামীর, জানতেই মর্মান্তিক পরিণতি স্ত্রীর


 নয়ন  ভাস্কর জানায়, সে বোনচুকামারি এলাকায় পড়ে আছে আহত অবস্থায় । খবর পাওয়ার সাথে সাথেই পরিবারের লোকজন  রক্তাক্ত অবস্থায় একটি কালভার্ট  এর পাস থেকে  উদ্ধার করে তাঁকে । প্রথমে কোচবিহার এম.জে.এন হাসপাতাল  ও পরে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়া হয় রক্তাক্ত ব্যবসায়ীকে।  নয়নের  শারীরিক অবস্থা অত্যন্ত  আশংকাজনক।  কে বা কাহারা এই ঘটনা ঘটালো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ ।