ছয় সপ্তাহ পর বিলের জলে ভেসে উঠল নিখোঁজ প্রৌঢ়ের দেহ
গত ৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন পেশায় মৎস্যজীবী সুফল হালদার।
নিজস্ব প্রতিবেদন : বিলের জল থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সুফল হালদার। বয়স ৬৯ বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ায়।
আরও পড়ুন, ইস্ট ওয়েস্ট মেট্রোয় ন্যূনতম ভাড়া কত? জেনে নিন দূরত্ব অনুযায়ী ফেয়ার-চার্ট
নদিয়ার কৃষ্ণগঞ্জের জৈঘাটা মাজদিয়ার বাসিন্দা ছিলেন সুফল হালদার। পরিবার সূত্রে জানা গিয়েছে গত ৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন পেশায় মৎস্যজীবী সুফল হালদার। অনেক খোঁজাখুঁজির পরেও নিখোঁজ সুফল হালদারের কোনও সন্ধান পায়নি পরিবার।
আরও পড়ুন, চিকিতসার সময় প্রসূতিকে চড় 'বিরক্ত' চিকিত্সকের! উত্তেজনা হাসপাতালে
এরপরই পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়। মঙ্গলবার বিকালে কাদিপুর ঝরার বিলে কিছু মৎস্যজীবী মাছ ধরতে যান। সুফল হালদারের দেহটি তাঁদেরই প্রথম চোখে পড়ে। সুফল হালদারের হাঁড়ি ও মাছ ধরার জালটি দেখতে পান তাঁরা।
আরও পড়ুন, প্রথমে ধাক্কা, তারপর বাইক আরোহীর মাথা পিষে দিল বেপরোয়া লরি
সঙ্গে সঙ্গেই সুফল হালদারের পরিবারের কাছে খবর পাঠানো হয়। খবর পেয়ে পরিবারের লোকেরা কৃষ্ণগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে। এরপর কৃষ্ণগঞ্জ থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল সুফল হালদারের? খুন না দুর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিস।