নিজস্ব প্রতিবেদন: হারিয়ে গিয়েছে বিড়াল। খুঁজে এনে দিতে পারলে ২ হাজার টাকা নগদ পুরস্কার! প্রিয় পোষ্যের সন্ধানে এলাকায় পোস্টার লাগালেন পরিবারের সদস্য। অভিনব ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকসারায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর বাঁকসারা এলাকায় বাসিন্দা তাপস রায়। পেশায় তিনি ব্যবসায়ী। ঝড়-বৃষ্টির রাতে বিড়ালের কান্না শুনে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন তাঁর স্ত্রী শুক্লা ও একমাত্র মেয়ে নবনীতা। বৃষ্টিতে ভিজে মার্জারটি তখন থরথর করে কাঁপছে! স্রেফ গরম দুধ খাওয়ানোই নয়, বিড়ালটিকে বাড়িতে আশ্রয়ও দেন তাঁরা। নাম রাখা হয় ঘণ্টি। কিছুদিন পর আবার ঘণ্টির চারটি সন্তান হয়। এভাবেই কেটে যায় ৩ বছর।


আরও পড়ুন: Asansol: ভরসন্ধেয় শুটআউট, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু


তারপর? দিন পনেরো আগে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছে একটি বিড়াল। অনেক খোঁজাখুঁজি করেছেন পরিবারের লোকেরা। কিন্তু পোষ্যের সন্ধান মেলেনি। কোথায় গেল? কার্যত খাওয়া-দাওয়া বন্ধ সকলেই। শেষপর্যন্ত বিড়ালকে ফিরে পেতে এলাকায় পোস্টার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পোস্টার দেখে যদি কেউ সন্ধান দিতে পারেন, তাহলে নগদ ২ হাজার টাকা পুরস্কারও পাবেন তিনি।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)