নরেন্দ্রপুরে খালে উদ্ধার এক ব্যক্তির দেহ, শরীরে আঘাতের চিহ্ন
স্থানীয় আরেক দুষ্কৃতী উত্তম ঘোষের সঙ্গে এলাকা দখল নিয়ে বিরোধ ছিল নিহত খোকনের দাদা নান্টির ৷
নিজস্ব প্রতিবেদন : একদিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির কাছের খাল থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ ৷ নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ এই ঘটনায় থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার ৷ এক অভিযুক্তকে আটক করেছে পুলিস। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের রেনিয়ায়।
রেনিয়ার গীতানগর এলাকায় খালের মধ্যে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাতে। নিহতের নাম খোকন ঘোষ ওরফে পাগলা। জানা গিয়েছে, বুধবার রাত থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর, বাড়ির অদূরে খালের মধ্যে উদ্ধার হয় খোকন ঘোষের দেহ।
আরও পড়ুন, ৬ দিন পর এমআর বাঙ্গুর হাসপাতালের নিখোঁজ রোগী মিলল এসএসকেএমে
পুলিস সূত্রে খবর, নিহত খোকন রেনিয়ার কুখ্যাত দুষ্কৃতী নান্টির দাদা। স্থানীয় আরেক দুষ্কৃতী উত্তম ঘোষের সঙ্গে এলাকা দখল নিয়ে বিরোধ ছিল খোকনের দাদা নান্টির ৷ খুনের ঘটনার পিছনে এর কোনও যোগসাজশ রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।