নিজস্ব প্রতিবেদন: বাবা বললেন, 'মোবাইলটা একটু রাখ না, সব সময় শুধু গেম খেলিস। কাজটা একটু করে দে।' বাবার এ হেন ভর্ৎসনা শুনে বছর আঠারোর ছেলে গেলেন দারুণ রেগে। বাবার সঙ্গে তর্কেও জড়িয়ে পড়লেন। তার পর রাগে-অভিমানে খেয়ে নিলেন বাড়িতে চাষের কাজে রাখা কীটনাশক। রাতেই ভর্তি করতে হল হাসপাতালে। আজ, সোমবার তিনি মারা গেলেন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনার জাকরা গ্রামে। তরুণের নাম তমাল চক্রবর্তী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আসলে বহুদিন থেকেই কৃষক পরিবারের ছেলে তমাল মোবাইলের গেমের নেশায় মেতে উঠেছিলেন। পড়াশোনাতেও শৈথিল্য ঘটছিল। তা নিয়ে প্রায়শই বাবা বকাবকি করতেন। হয়তো এ নিয়ে ভেতরে ভেতরে তিনি বিরক্তও হয়েছিলেন। তাই রবিবার এ নিয়ে সামান্য কথা কাটাকাটিতেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন। রাতে খেয়ে ফেললেন কীটনাশক বিষ। রাতেই হাসপাতালে ভর্তি হন। দ্রুত চিকিৎসা চলে। কিন্তু কিছু করা যায় না। সোমবার তিনি মারা যান। দেহ কালনা মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করছে কালনা থানার পুলিশ।


আরও পড়ুন:  রাতারাতি কোটিপতি দিনমজুর টাকা দেবেন নদীবাঁধ মেরামতে!