নিজস্ব প্রতিবেদন:  শোরুম থেকে মোবাইল চুরি করার পর  সিসি ক্যামেরার হার্ডডিক্স  নিয়ে চম্পট দিল চোর। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  একটা কাজ করেই গ্রেফতার হলেন লকেট চট্টোপাধ্যায়


সোমবার রাতে জলপাইগুড়ি শহরের দুটো মোবাইল শোরুমে চুরি হয়। বেগুনটারি মোড় ও   মিউনিসিপালিটি   মার্কেট এলাকার দুটি শোরুমের সাটার ভেঙে  অপারেশন চালায় চোরেরা।  দোকানিদের দাবি, ৬১ টি  অ্যানড্রয়েড মোবাইলের প্যাকেট খুলে শুধু মোবাইল সেট ও আইএমইআই নম্বরের স্টিকার খুলে নিয়ে গিয়েছি দুষ্কৃতীরা।  নিয়েছে দোকানের লকারে রাখা নগদ টাকাও।   তবে মোবাইলগুলির হেডফোন ও চার্জার ফেলে গিয়েছে তারা। দুটি দোকানে চুরি যাওয়া  মোবাইলের  মোট  মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।


আরও পড়ুন:  পাত্রী দেখতে গিয়ে তাঁর বাড়িতে বারাকপুরের পাত্র যা ঘটালেন, তা এই রাজ্যে কেন দেশে কোথাও আগে ঘটেনি!


ব্যাবসায়ীদের বক্তব্য,  পুজোর মুখে শহরের মধ্য এমন ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।  পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।


আরও পড়ুন: বরের কাছ থেকে এনে মেয়ের সঙ্গে চরম ঘৃণ্য কাজ করল বাবা-দাদা, ধরিয়ে দিল কয়েকটি সংখ্যা!


ঘটনায় জলপাইগুড়ি কোতয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন,  তদন্ত হচ্ছে। অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে।