দুর্গাপুজোর শুরুতেই আপামর বাঙালি  ও রাজ্যের মন কাড়তে অনলাইনে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বাংলাতেই আওড়েছিলেন রাজ্যের সংস্কৃতির ইতিহাস। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তিনি ওইদিন।  আজ মহাষ্টমীর সকালে বাংলায় দিলেন শুভেচ্ছা বার্তা। মূলত বাঙালির হৃদয়ে ছোঁয়ার চেষ্টা করেছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এদিন টুইটে তিনি লেখেন, ‘‌সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।’


 



 


করোনা পরিস্থিতিতে সতর্কবিধি মেনে বাংলায় চলছে দুর্গাপুজো। এদিন সকাল থেকেই শুরু হয়েছে অষ্টমী পুজো। সকাল থেকেই শহরের বিভিন্ন বারোয়ারি পুজোগুলিতে শুরু হয়েছে অষ্টমী পুজো ও অঞ্জলি পর্ব।