নিজস্ব প্রতিবেদন:  কেজির ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ স্কুলেরই উঁচু ক্লাসের তিন ছাত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত তিন ছাত্রীকে সাসপেন্ড করার দাবিতে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ইকবালপুরের মমিনপুরের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার। প্রত্যেকদিনের মতো স্কুলে যায় কেজির ওই ছাত্রী। অভিযোগ, ক্লাসের পর ওই ছাত্রীকে ডেকে নিয়ে যায় স্কুলেরই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির তিন ছাত্রী। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করা হয়।


বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি। প্রথমে বাড়ির কাউকেই বিষয়টি বলতে পারে না সে। এরপর চিকিত্সকের কাছে নিয়ে গেলে, পরীক্ষা করে দেখা যায়, সে যৌন হেনস্থার শিকার। এরপরই পরিবারের সদস্যদের কাছে তিন ‘দিদি’র কথা বলে সে।


বিজেপির মদতেই গণধর্ষণের মিথ্যা অভিযোগ করছেন ময়নাগুড়ির গৃহবধূ, দাবি তৃণমূলের!


খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিযুক্ত তিন ছাত্রীর সাসপেন্ডের দাবিতে বুধবার সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পাশাপাশি স্কুলে ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করারও দাবি জানান তাঁরা।


খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকবালপুর থানার পুলিস। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।