ওয়েব ডেস্ক: মোবাইলে ফোন করে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার চক্রের সন্ধান মিলল আসানসোলে। আসানসোলের ইসমাইল কোরা পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে নজনকে। ধৃতরা বিভিন্ন জনকে মোবাইলে ফোন করে তাদের অ্যাকাউন্ট নম্বর ও এটিএমের কোর্ড জেনে লক্ষ লক্ষ টাকা সরিয়ে ফেলত। সিআইডি তদন্তে আসানসোল দক্ষিণ ও হীরাপুর থানার পুলিস একযোগে তল্লাশি চালায় ইসমাইল এলাকায়। গ্রেফতার করা হয়েছে ন জনকে। আটক করা হয়েছে বেশ কিছু ল্যাপটপ, মোবাইল, সিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, LIC কর্মী খুনে গুরুত্বপূর্ণ ক্লু হারাল জলপাইগুড়ি পুলিস। উত্তম মোহন্তের বাড়িতে তল্লাসি চালিয়েও পাওয়া গেল না তাঁর ডায়রি। আজ উত্তম মোহন্তের মেয়ে শ্বেতাকে নিয়ে ওই বাড়িতে তল্লাসি চালায় পুলিস। খুনে জড়িত সন্দেহ তাকেও গ্রেফতার করা হয়েছে। তল্লাসিতে উদ্ধার হয়েছে একটি পুরনো FIR-এর কপি। স্ত্রী লিপিকা, প্রেমিক অনির্বাণের সঙ্গে পালিয়ে যাওয়ার পর দিনহাটা থানায় অভিযোগ করেন উত্তম মোহন্ত। লিপিকার একটি আধপোড়া চিঠিও উদ্ধার হয়েছে। তাতে হুমকির ইঙ্গিত স্পষ্ট। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যা হতে পারত, উত্তম মোহন্তের সেই ডায়রিটাই নেই।