নিজস্ব প্রতিবেদন: এক হনুমানের দাপটে লন্ডভণ্ড গ্রামের পর গ্রাম। শুনশান রাস্তাঘাট। ঝাঁপ বন্ধ দোকানপাটের। লাটে উঠেছে স্কুলে যাওয়া। হনুমানের ভয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দৃশ্য বীরভূমের রাজনগরের লোকপুর গ্রামের। সপ্তাহখানেক ধরে হনুমানের ভয়ে তটস্থ এলাকার ১০-১২টা গ্রাম। লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়েও নিস্তার নেই।


আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি পাশে ঘরে যে এই কাজ করছিল, তা একবারও টের পেলেন না মা-দিদি


গত এক সপ্তাহে হনুমানের কামড়ে আহত হন ৫০ জন গ্রামবাসী। তাঁদের অনেকেই এখনও হাসপাতালে ভর্তি। একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। এখন দফায় দফায় চলে রাতপাহারা। সন্ত্রাসের হাত থেকে নিস্তার পেতে খবর দেওয়া হয়েছে বনদফতরে। গ্রামে খাঁচা পেতে নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। তবে এখনও ফাঁদে পা দেয়নি দাপুটে হনুমান। তার ভয়ে এখনও থরহরিকম্প গোটা গ্রামে। হনুমান ধরা না পড়লে, গ্রামছাড়া হতে হবে, আশঙ্কা গ্রামবাসীদের।