নিজস্ব প্রতিবেদন: বাংলার চাষিভাইদের জন্য সুখবর। বর্ষার শুরুতেই নিম্নচাপের কল্যাণে দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রে খরিফ মরশুমের শুরুতেই ফসল রোপনের কাজে হাত লাগাতে পারবেন কৃষকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবারের উপগ্রহ চিত্র বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রের বর্তমান তাপমাত্রায় যার শক্তি ক্রমশ বাড়বে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় ঘূর্ণাবর্তটি ক্রমশ নিম্নচাপে পরিণত হবে। আগামী ৫ - ৭ দিনের মধ্যে স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্তটি। 


আবহবিদদের মতে, ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে একাংশের মতে সেটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি ভূভাগ ছুঁতে পারে মায়ানমারের ইয়াঙ্গনের কাছাকাছি কোনও জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন, এই নিম্নচাপ ভারত ভূখণ্ডে মৌসুমি বায়ু প্রবেশে সহায়ক হবে। সেক্ষেত্রে চলতি মাসের তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। 


বাড়ছে বাসভাড়া, প্রতি স্তরে কত করে ভাড়া বাড়ানো হচ্ছে?


সাধারণত ৭ জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ বলছে এবার নিয়ম মেনেই এগোচ্ছে বর্ষা। সেক্ষেত্রে আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বর্ষার বৃষ্টি।