২ দিনে উত্তর-পূর্ব ভারতে ঢুকবে বর্ষা, বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ
মৌসম ভবনের নির্ঘণ্ট মেনেই দেশের মূল ভূখণ্ডে বর্ষা গত সপ্তাহেই ঢুকে পড়েছে।
নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই আকাশে মেঘ-রোদ্দুরের খেলা। সকাল ৮টার মধ্যেই ভ্যাপসা গরমে নাকাল রাজ্যবাসী। গত ১০ দিনে বৃষ্টির মুখ দেখেনি রাজ্যবাসী। শুক্রবার সকালেই বৃষ্টি হল কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকা ও মুর্শিদাবাদে। প্রবল বর্ষণ দুই ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলিতে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে এই বৃষ্টিতে অস্বস্তি কমবে না, বরং বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: সুখবর! বিপুল নিয়োগের পথে পশ্চিমবঙ্গ সরকার
মৌসম ভবনের নির্ঘণ্ট মেনেই দেশের মূল ভূখণ্ডে বর্ষা গত সপ্তাহেই ঢুকে পড়েছে। কেন্দ্রীয় আবহবিজ্ঞান দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কেরলে বর্ষা ঢুকে পড়ায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পূর্ব ভারতেও বর্ষা ঢুকে পড়বে। এরফলেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রের খবর, গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন-চার ডিগ্রি সেলসিয়াস করে বেশি রয়েছে। চাদিফাঁটা গরমে নাকাল শহরবাসীও। নিয়ম মোতাবেক দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকতে কিছুদিনের মধ্যেই। ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে।
এই বৃষ্টিতে ওতটাও খুশির খবর শোনাচ্ছে না হাওয়া অফিস। কারণ এই বৃষ্টিতে এখনও ভ্যাপসা গরমের অস্বস্তি কমার সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।