নিজস্ব প্রতিবেদন:  কখনও সেতুর মাথায় উঠে বসেন মানসিক ভারসাম্যহীন,  কখনও আবার ব্রিজ থেকে ঝাঁপ। মাথা ব্যথার কারণ  পুলিসের। তাই  হাওড়া ব্রিজকে আরও নিরাপদ করতে উদ্যোগ নিয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট।  ব্রিজের রেলিংয়ের উচ্চতা বাড়াতে বসানো হচ্ছে জাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পান এবং পান মশলার পিক বা থুতু ফেলতে ফেলতে ব্রিজে ক্ষয় ধরিয়ে দিয়েছে কিছু পথচারী। একাধিক উদ্যোগ ও শত অনুরোধে হাল বদলায়নি।  ব্রিজে পথচারীদের জন্য কোনও শেড নেই। ছাউনি দিলেই এক ঢিলে দুই সমস্যাকে রুখে দেওয়া সম্ভব। মনে করছে পোর্ট ট্রাস্ট। এ জন্য চেন্নাই আইআইটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আরও পড়ুন: পিছন থেকে শাড়ির আঁচলে টান, তাকাতেই মহিলার সঙ্গে বারাকপুরের কাউন্সিলর যা করলেন...


হাওড়া ব্রিজে আরও বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। থাকছে সর্বক্ষণের নজরদারি ব্যবস্থা। ব্রিজে সন্দেহজনক গতিবিধি দেখলেই হাতে নাতে ধরা হবে। কাউকে থুতু ফেলতে দেখা গেলেও তাঁকে তত্ক্ষণাত্‍ ধরে ফেলা যাবে।  দুটি ক্ষেত্রেই থাকছে শাস্তির ব্যবস্থা।