নিজস্ব প্রতিবেদন: আগামী ২-৩ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।  ভারী বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণে। বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হবে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও নদিয়া, হুগলি, হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও আগামী ২-৩ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বৃষ্টিতে বিমানবন্দরের মধ্যেই ঘটল এই ঘটনা, মৃত্যু হল এক জনের


একে মুষলধারায় বৃষ্টি। তার পর গঙ্গায় জোয়ার। কলকাতায় ঘোরেল হয়ে ওঠে পরিস্থিতি। ।  ভারী বৃষ্টিতে শহরে যে জল জমছে তাও বেরনোর পথ পাবে না। যদিও বৃষ্টির সঙ্গেই নিকাশী ব্যবস্থা সচল রাখার লড়াই চালিয়ে যায় কলকাতা পুরসভা। ৭৩ টি পাম্পিং স্টেশনে ৩৬৫টি পাম্প লাগাতার চালু রাখা হয়। বাকিগুলি পাম্পকেও স্ট্যান্ডবাই রাখা হয়। শেষমেশ ঝিরঝিরে বৃষ্টি চলতে থাকায় সময়ের আগেই খুলে দেওয়া হয় লক গেট। দুপুর ১টার পরিবর্তে সাড়ে ১২টাতেই খুলে দেওয়া হয় লক গেট।