কালীপুজোয় আরও বৃষ্টি, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ
নিজস্ব প্রতিবেদন: আশঙ্কা সত্যি করে কালীপুজোর সকালেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু হল বিক্ষিপ্ত বর্ষণ। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দুপুরে কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহর কলকাতাতেও।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের জেরে কালীপুজোর দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। ক্রমশ গভীর হচ্ছে সেই নিম্নচাপ। বর্তমানে পূরীর কাছে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি ক্রমশ এগোচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। যার জেরে দক্ষিণবঙ্গে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বর্ষণের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা। দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে বাড়বে বর্ষণের পরিমান।
আরও পড়ুন - জনপ্রিয় কালীপুজোর প্রচলিত ইতিহাস
বৃষ্টিবিঘ্নিত দুর্গাপুজোর বকেয়া হুল্লোড়টুকু কালীপুজোয় পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন অনেকে। এই খবরে তাদের মুখ ভার।