স্বামীর সঙ্গে বিবাদ, দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা!
ওয়েব ডেস্ক: স্বামীর সঙ্গে বিবাদের জের। ৪ বছরের শিশুকন্যা ও ৭বছরের ছেলেকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করলেন মা। নদিয়ার তেহট্ট নিশ্চিন্তপুরের ঘটনা। মা ও মেয়ে মারা গেলেও, শিশুপুত্রের অবস্থা সঙ্কটজনক। তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস সূত্রে খবর, মহিলার স্বামী মূক ও বধির। তাই নিয়ে দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তি লেগে থাকত। গতকাল তা চরম আকার নেয়। এরপরই সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন ওই মহিলা। আরও পড়ুন- ৭০ টাকার জন্য মাকে কুপিয়ে খুনের চেষ্টা ছেলের