Jalpaiguri: ১০৮ বছরের এই লক্ষ্মীপুজোয় দিদির সঙ্গে আসেন ভাইবোনও! সঙ্গে জিলিপি আর ব্রেক ডান্স...
Jalpaiguri: নাগরদোলা, রেলগাড়ি ইত্যাদি বাচ্চাদের নানা জয়রাইড, রয়েছে ব্রেক ডান্সের আসর, রয়েছে ফাস্টফুডের দোকান। আর রয়েছে জিলিপি ও নানান রকমের মিষ্টির দোকান। সেখানে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে। এই অঞ্চলের ও সন্নিহিত এলাকার ছোট থেকে বড় বহু মানুষ এই পুজো ও মেলায় অংশগ্রহণ করেন।
প্রদ্যুৎ দাস: লক্ষ্মীপূজার মেলায় মেতেছে মৌলানিনিবাসী। জলপাইগুড়ি জেলার মৌলানি নতুনহাটে লক্ষ্মীপূজা উপলক্ষে চারদিন ধরে বিরাট মেলার আয়োজন হয়েছে। ১০৮ বছরের এই লক্ষ্মীপুজো। এ পুজোর বিশেষত্ব-- এখানে লক্ষ্মীর সঙ্গে রয়েছেন সরস্বতী, কার্তিক ও গণেশ। লক্ষ্মীপুজো উপলক্ষে বসা এই মেলায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহুজন। জলপাইগুড়ি জেলা পুলিস ও স্বাস্থ্য দফতর-সহ এই অঞ্চলের ক্লাব প্রতিষ্ঠানগুলির সক্রিয় সহযোগিতায় সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে এই মেলা।
আরও পড়ুন: Jhargram Guptamani Temple: একদা নরবলিও হত! আজ বিবর্ণ, সংস্কারহীন মা গুপ্তমণির মন্দির...
দুর্গাপুজোর পরে লক্ষ্মীপুজো উপলক্ষে লক্ষ্মী-সহ চার দেবদেবী পূজিত হয়ে থাকেন এখানে। মালদা, জলপাইগুড়ি মালবাজার, ময়নাগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ার-সহ দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে দোকানপাট জিতে। থাকে নাগরদোলা, রেলগাড়ি ইত্যাদি বাচ্চাদের নানা জয়রাইড, রয়েছে ব্রেক ডান্সের আসর, রয়েছে ফাস্ট ফুডের দোকান। আর রয়েছে জিলিপি ও নানান রকমের মিষ্টির দোকান। সেখানে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে। এই অঞ্চলের ও সন্নিহিত এলাকার ছোট থেকে বড় বহু মানুষ এই পুজো ও মেলায় অংশগ্রহণ করেন।
মেলায় প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি শাখার তরফে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় আসা বহু মানুষ এই প্রদর্শনীতে ঈশ্বরীয় বিষয় শোনার জন্য ভিড় জমান।
আরও পড়ুন: Malbazar: মাঝে-মধ্যেই ছাগল-বাছুর খেয়ে যেত চিতাবাঘটি! ধরতে পাতা হল খাঁচা, তারপর?
এই মেলার বিশেষত্ব হল, রাত বাড়লেই ভিড় বাড়ে। রাত বাড়লেই মানুষের ঢল নামে এই মেলা-চত্বরে। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলায় বলে জানান মৌলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এই পুজো ও মেলা কমিটির উদ্যোক্তা রনজিত রায়। সর্বধর্মসমন্বয়ের সুরে বাঁধা এই মেলা প্রকৃত অর্থেই মিলনমেলার রূপ নেয়।