ওয়েব ডেস্ক : ধৌলাগিরি শৃঙ্গে বাঙালি পর্বতারোহী। ধৌলাগিরি জয় করলেন দীপঙ্কর ঘোষ। গতকাল বিকেলে শৃঙ্গ জয় করেন তিনি। পরপর অভিযান হয় সেখানে। কিন্তু প্রতি ক্ষেত্রেই অসফল হন আরোহীরা। তবুও হাল ছাড়তে চাননি দীপঙ্কর ঘোষ। এই অদম্য জেদের কাছে তাই হয়তো কোনও বাধাই কাজ করল না। জয় করলেন ধৌলাগিরি শৃঙ্গ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গ্রুপ ডি পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল নিউ জলপাইগুড়ি স্টেশন চত্ত্বর


এর আগে ধৌলাগিরি অভিযানে গিয়ে বিপাকে পড়েন বসন্ত সিংহ রায়, দেবাশিসরা। অভিযানের মাঝপথেই বাধা পেয়ে ফিরে আসতে হয় তাঁদের। গতবছর এই ধৌলাগিরি অভিযানে গিয়েই মৃত্যু হয় পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের। তারপর থেকেই জেদ চেপে যায় দীপঙ্কর ঘোষের।