অয়ন ঘোষাল: পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলনের জেরে ফের উত্তেজনা ছড়াল ভাঙড়ে। সকাল থেকেই প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আন্দোলনকারীদের বক্তব্য ২০১৮ সালে সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া ইউএপিএ আইনে হওয়া মামলা তুলে নিতে হবে, হিমঘর তৈরি, বকেয়া ক্ষতিপূরণ সহ অন্যান্য সব দাবি পূরণ করতে হবে। ওইসব দাবি পূরণের সময়সীমা ধার্য করা হয়েছিল ৩০ জুন। এনিয়ে কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি করার। আগামিকাল এনিয়ে বৈঠক ডেকেছেন জেলা শাসক। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য, বৈঠকে গেলেও আন্দোলন চলবে।


উল্লেখ্য, এনিয়ে আজ নবান্নে একটি বৈঠকে বসেন মুখ্যসচিব। ওই বৈঠকের পর দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে আন্দোলনকারীদের সঙ্গেকথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি,বেশ কিছু সিদ্ধান্ত রাজ্য সরকার বাস্তবায়িত করেনি। তাদের দাবি আদৌ ঠিক কিনা জেলা প্রশাসনকে তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ রাজ্যের। 


দীর্ঘদিন পর ফের ভাঙড়ে শুরু হয়েছে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন। ২০১৬ সালে যার হাত ধরে আন্দোলন শুরু হয়েছিল সেই সিপিআইএম রেডস্টার নেতা অলীক চক্রবর্তী বলেন, সরকার আলোচনায় ডাকলে কখনই আমরা তা প্রত্যাখান করিনি। এবারও আলোচনায় আমরা যাব। আলোচনায় কী ফল দাঁড়ায় তা দেখে আন্দোলনের রূপরেখা তৈরি হবে। কিন্তু আলোচনা হলেই শুধু কাজ হয় না। কাজটা হতে হবে। এতদিন ধরে সরকার যা করেছে তাতে আসল কাজের কিছুই হয়নি। খুব সামান্য কাজ হয়েছে। সরকার এগারো কোটি টাকা দিয়েছে। মানুষ তা পেয়েছে। হাসপাতাল হয়েছে কিন্তু  সেখানে ডাক্তার নেই। এখানে হিমঘর তৈরির ব্যাপারে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্তও হয়ে গিয়েছে কিন্তু কাজ করা হচ্ছে না। ২০১৬ সালে সরকার ভেবেছিল  মানুষের উপরে দমনপীড়ন চললে বেধহয় আন্দোলন বন্ধ হয়ে যাবে। এখন সেই সাহসটা তারা ভয় পেয়ে দেখাতে পারছে না।     
 


আরও পড়ুন-'সবচেয়ে অপছন্দ' 'অসহ্য' ক্রিকেটার বিরাট! তকমা দিল ব্রিটিশ মিডিয়া   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)