নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে দলবদলের ইঙ্গিত? নন্দীগ্রামে (Nandigram) বিজেপি কর্মীদের সঙ্গে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (MP Dibyendu Adhikari)। তাঁকে জল্পনা আরও বাড়ল রাজনৈতিক মহলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংসদের বাজেট অধিবেশন তখনও হয়নি। লোকসভার স্পিকারের কাছে আলাদাভাবে দেখার করার জন্য সময় চান সাংসদ দিব্যন্দু অধিকারী (MP Dibyendu Adhikari)। তাহলে কি শুভেন্দু (Suvendu Adhikari), সৌমেন্দুর মতোই তিনি যোগ দেবেন বিজেপিতে (BJP)? অধিকারী বাড়ির মেজ ছেলেকে নিয়ে জোর আলোচনা শুরু হয় রাজনৈতিক মহল। এখানেই শেষ নয়। দিল্লি যাওয়ার আগে আবার একসঙ্গে ৭টি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন দিব্যেন্দু। ফলে দলবদলের জল্পনা আরও বাড়ে। 


আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের


এই পরিস্থিতিতে এবার নন্দীগ্রামে সাউথখালী এলাকায় বিজেপি নেতাদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেন তমলুকের তৃণমূল সাংসদ। দল ছাড়়ছেন? দিব্যেন্দু নিজে অবশ্য বিজেপিতে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, 'এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা অরাজনৈতিক অনুষ্ঠান'।  তৃণমূল ছাড়ার আগে দলের প্রতীক বা ব্যানার ছাড়া শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) কিন্তু একাধিক অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল। ভাই দিব্যেন্দুও কি সেই পথেই এগোচ্ছেন? এখন সেটাই দেখার।


আরও পড়ুন: 'টুম্পা সোনা' গানে উদ্দাম নাচ, ৫ জনকে শাস্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের


প্রসঙ্গত, শুভেন্দু (Suvendu Adhikari) দল ছাড়ার পর অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের (TMC) সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে। পুর ও নগরোয়ন্নন দপ্তর থেকে নির্দেশিকা জারি করে কাঁথির পুরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারীকে। এমনকী, দিঘা -শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) চেয়ারম্যান ও দলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ খুঁইয়েছেন প্রবীণ তৃণমূল সাংসদ শিশির অধিকারীও (Sisir Adhikari)। দাদার শুভেন্দুর হাত ধরে ইতিমধ্যেই বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন সৌমেন্দু।