নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্যের দাবি তুলে দলীয় নেতৃত্বের রোষের মুখে পড়েছেন। আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে সতর্ক করে দিয়েছেন বিজেপি। দার্জিলিং রাজভবনে গিয়ে এবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তিনি। সঙ্গে ছিলেন কুমারগ্রামে বিধায়ক মনোজ ওরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্য দিল্লি সফর থেকে ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধানখড়। সোমবার উত্তরবঙ্গে উড়ে যান তিনি। রাজভবন সূত্রে খবর, সেখানে এক সপ্তাহ থাকবেন রাজ্য়পাল। পরিদর্শন করবেন বিভিন্ন এলাকা।


আরও পড়ুন: PAC চেয়ারম্যান পদে মুকুলের মনোনয়ন, আইনি যুদ্ধের বার্তা Suvendu-র, ভিন্ন সুর Dilip-এর


ঘড়িতে তখন বেলা ১২টা। এদিন দুপুরে কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরা-কে সঙ্গে নিয়ে দার্জিলিং রাজভবনে পৌঁছন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি। কী আলোচনা হল? রাজ্যপালের টুইট, 'আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ও কুমারগ্রামের ৯ পঞ্চায়েত ও একজন জেলা পরিষদ সদস্য দেখা করতে এসেছিলেন। পুলিস ও প্রশাসনের তরফে তাঁদের শাসকদলের যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। দ্রুত হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন'।


 



 


সূত্রের খবর, মঙ্গলবার সকালে বিজেপির বৈঠকে দাবি ওঠে, আলাদা রাজ্যের দাবি তোলায় ক্ষতি হচ্ছে দলের ভাবমূর্তি। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এরপর আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে সতর্ক করে দেওয়া হয়।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)