ইমনের সঙ্গে গলা মেলালেন `সাবধানী` কল্যাণ
চলতি বছর জানুয়ারি মাসেই এই রিষড়ার মেলাতেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল গায়িকার সঙ্গে মঞ্চে কোমর দুলিয়ে নাচতে।
নিজস্ব প্রতিবেদন: গায়িকার সঙ্গে সুর মিলিয়ে ফের শিরোনামে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রিষড়ার বিধান কলেজের হীরকজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মুডে।
মঞ্চে তখন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। তাঁর সুরেলা কণ্ঠে জাদু ছড়াচ্ছে প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার গাওয়া বিখ্যাত গান "ও গঙ্গা তুমি বইছ কেন"। এমন সময়ই মঞ্চে উঠে আসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইমনের সঙ্গে গলা মিলিয়েই গাইতে শুরু করেন সাংসদ। উত্সবের আমেজ পুরোপুরি তারিয়ে তারিয়ে উপভোগ করতে দেখা যায় সাংসদকে। এমনকি বেশকিছুটা সময় একক সঙ্গীতও পরিবেশন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাততালি দিয়ে উত্সাহ দিতে দেখা যায় গায়িকা ইমনকেও।
উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসেই এই রিষড়ার মেলাতেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল গায়িকার সঙ্গে মঞ্চে কোমর দুলিয়ে নাচতে। সেবার অবশ্য সাংসদের নাচ নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। তাই এবার যেন কিছুটা সাবধানী কল্যাণ। আরও পড়ুন, 'দিল লে লিয়া...', একতারা হাতে মনকে 'রঙিন' রাখার বার্তা শোভনদেবের