নিজস্ব প্রতিবেদন: বিধানসভায় সুজন চক্রবর্তীর সঙ্গে বৈঠক করলেন সারদাকাণ্ডে অভিযুক্ত সাংসদ কুণাল ঘোষ। সোমবার বিধানসভায় বাম পরিষদীয় দলনেতার ঘরে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ফিসফাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার বিকেল ৩টে নাগাদ সুজন চক্রবর্তীর ঘরে প্রবেশ করেন কুণালবাবু। প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় তাঁদের। সুজনবাবু জানিয়েছেন, আজ হঠাত্ তাঁকে ফোন করেন কুণাল। বিধানসভায় দেখা করতে অনুরোধ করেন তিনি।


অন্যদিকে কুণালের দাবি, নিছকই সৌজন্য সাক্ষাত্। তবে সূত্রের খবর, সম্প্রতি নবজাগরণ মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করেছেন কুণালরা। তা নিয়ে কথা বলতেই এদিন সুজনের ঘরে যান তিনি।