Anubrata Mondal: `অনুব্রত মণ্ডলের পাশে থাকাটা নৈতিক কর্তব্য`, বীরভূমের জনসভায় বার্তা শতাব্দী রায়ের
`আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছি। সুতরাং পার্থ চট্টোপাধ্যায় কী করল, তা কিছু যায় আসে না`, বললেন বীরভূমের তৃণমূল সাংসদ।
প্রসেনজিৎ মালাকার: অনুব্রত মণ্ডলের পাশে থাকা বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বীরভূমের খয়রাশোলে এক জনসভায় বললেন, 'অনুব্রত যখন অসুবিধা রয়েছে, 'তখন আপনাদের পাশে থাকাটা নৈতিক কর্তব্য। ভালোবাসার প্রমাণ। আমরা অকৃতজ্ঞ নই, সেটা বোঝানোর সময়'।
গোরুপাচারকাণ্ডে এখন জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। আসানসোল সংশোধানাগারে রয়েছেন তিনি। বুধবার ফের মামলার শুনানি। সশরীরে হাজিরা নয়, সেদিন অনুব্রতের ভার্চুয়াল শুনানির আবেদন জানিয়েছেন সংশোধানাগারের সুপার কৃপাময় নন্দী। কেন? বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী চিঠি দিয়েছেন তিনি। সুপারের বক্তব্য, সংশোধানাগার থেকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, তখন সাংবাদিক, এমনকী সাধারণ মানুষও অনুব্রত মণ্ডলকে ঘিরে ধরেন। ফলে যেমন তাঁর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তেমনি আদালত চত্বরেও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা।
ব্যবধান একদিন। বীরভূমের খয়রাশোলের যে মাঠে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী, সেই মাঠে এদিন সভার আয়োজন করে তৃণমূল। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শতাব্দী রায় বলেন, 'যখন আপনার ভালো সময়ে অনুব্রত মণ্ডলকে পেয়েছিলেন। যখন আপনার ভালো সময়ে অনুব্রত মণ্ডলের থেকে সাহায্য পেয়েছেন। যখন আপনার ভালো সময়ে অনুব্রতের ক্ষমতায় ক্ষমতাসীন হয়েছেন। যখন আপনার ভালো সময়ে অনুব্রতের দ্বারা প্রয়োজন মিটিয়েছেন। সেই অনুব্রত যখন অসুবিধায় আছে, তখন আপনাদের তাঁর পাশে থাকাটা নৈতিক কর্তব্য। ভালোবাসার প্রমাণ। আমরা অকৃতজ্ঞ নই, সেটা দেখানোর প্রমাণ'।
আরও পড়ুন: Abhishek vs Suvendu: 'অডিয়ো ক্লিপ থাকলে প্রকাশ করুন', অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর
আর পার্থ চট্টোপাধ্যায়? শতাব্দী বলেন, 'ধরা যাক পার্থ চট্টোপাধ্যায়, যার দুর্নীতি ধরা গিয়েছে কিংবা প্রমাণ হয়েছে কিছুটা, কিছুটা প্রমাণ হবে, কিংবা হবে না। একটা কথা বলুন তো, আমরা কি পার্থ চট্টোপাধ্যায়কে দেখে দল করেছিলাম? না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছি। সুতরাং পার্থ চট্টোপাধ্যায় কী করল, তা কিছু যায় আসে না'। এদিকে অনুব্রতের গ্রেফতারি পর বীরভূমে সংগঠন পরিচালনার জন্য কমিটি গড়েছে জেলা নেতারাই। কমিটিতে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ দলের বেশ কয়েক প্রথমসারির নেতা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগের মতো তৃণমূলের যাবতীয় কর্মসূচি পালন করা হবে বীরভূমে।
আরও পড়ুন: Raju Sahani: চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান, কীভাবে উত্থান এই তৃণমূল নেতার!
একবার কিংবা দু'বার নয়, টানা দশবার। গোরু পাচারকাণ্ডে যখনই নোটিশ পাঠিয়েছে সিবিআই, তখনই অসুস্থতার কারণে দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। অবশেষে ১১ অগস্ট, বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে।