নিজস্ব প্রতিবেদন: নজরে একুশের বিধানসভা। বাংলা দখলের লড়াই অব্যাহত। শনিবার ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে বলেন মুকুল রায়ের (Mukul Roy)। দাবি, 'আগামী ৩০-৩১ তারিখ একাধিক প্রতিষ্ঠিত নেতা BJP-তে যোগ দেবেন।' যদিও তাঁরা কারা? খোলসা করেননি মুকুল রায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাম-কংগ্রেস আসনরফা ১৯৩টি আসনে চূড়ান্ত, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে বাম-কং জনসভাও


উল্লেখ্য, এদিন প্রায় আড়াইশো জন বিজেপিতে যোগ দিয়েছেন বলেই জানিয়েছেন মুকুল রায়। অমিত শাহের সফরসূচি নিয়ে তিনি জানান, দু-দিনের সফরে চারটি কর্মসূচি  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। সফর চলাকালীন বিদ্যাসাগর যেই বাড়িতেও যাবেন অমিত শাহ। পাশাপাশি যাবেন ঠাকুরনগরের ঠাকুরবাড়িও। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, ওঁর সুস্থতা কামনা করি, ও দারুণ ক্রিকেটার।