নিজস্ব প্রতিবেদন :  দলে কোপের মুখে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। আজই তাঁকে সরানোর প্রথম ধাপ হিসাবে বিধাননগর পুরনিগমের দায়িত্ব দেওয়া হয় ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে। তবে কি সব্যসাচী যাচ্ছেন বিজেপিতে? এমন জল্পনার মধ্যেই রবিবার রাতে সব্যসাচী দত্তর সঙ্গে দেখা করলেন মুকুল রায়। সল্টলেকের বিএফ ব্লকের সুইমিং পুল অ্যাসোসিয়েশনে এদিন রাতে হয় সব্যসাচী-মুকুল বৈঠক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৈঠক শেষে মুকুল রায় জানান, "দাদা হিসেবে পরামর্শ দিতে এসেছি। বিজেপি নেতা হিসেবে আসিনি।" সব্যসাচীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুকুল রায় বলেন,"বিজেপিতে আসতে চেয়ে আগে আবেদন করুক! আগ্রহ প্রকাশ করুক। আবেদন এলে তবে এব্যাপারে মন্তব্য করব।"


অন্যদিকে সব্যসাচী দত্ত বৈঠক প্রসঙ্গে বলেন, "ক্লাবে অতিথি হিসেবে এসেছেন মুকুল রায়। যে কেউ আসতে পারেন। আমাকে জিজ্ঞেস করলেন কী হয়েছে? উনি পরামর্শ দিলেন। তবে আপনারা বলছেন অপমান, দলের তরফে আমার কাছে বার্তা আসেনি। যতক্ষণ মেয়র আছি কাজ করব মানুষের জন্য।"


আরও পড়ুন - 'লোকসভা ভোটে সব্যসাচী আমাদের পক্ষে ভালো ছিল', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুকুলের


ওদিকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি, দলের শৃঙ্খলা ভেঙেছেন সব্যসাচী দত্ত। এমনকী দলের শৃঙ্খলারক্ষা কমিটিতে সব্যসাচী দত্তকে নিয়ে রিপোর্ট জমা পড়েছে।তাই রবিবার তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বৈঠকের পরই বিধাননগর পুরনিগমের মেয়রের দায়িত্বে আপাতত বহাল করা হল ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে। ফলে বলাই যায়, সব্যসাচীর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা।