নিজস্ব প্রতিবেদন: আজ চার পুরনিগমের ভোট গণনা। স্ট্রং রুমে বন্দি প্রার্থীদের ভাগ্য। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শনিবার ভোট গ্রহণ হয়েছে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পুরনিগমে। শাসক দলের বিরুদ্ধে ভোটে কারচুপির একাধিক অভিযোগ তুলেছে বিরোধীরা। তাই ভোট গণনার দিন নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

15.00 pm: আসানসোলে পুরবোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস (TMC)। মোট ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৯১টিতে জয়ী শাসক দল। ৭টিতে জিতেছে বিজেপি। কংগ্রেস ৩টি এবং বামেরা ২টিতে জিতেছে।


13.55 pm: আসানসোলে ৪০ নম্বর ওয়ার্ডের একটি EVM খারাপ। কমিশন খতিয়ে দেখছে পুর বিষয়টা। সব প্রার্থী এবং পর্যবেক্ষকদের ডাকা হয়েছে দুপুত ২টোর সময়ে। ৩১ নম্বর ওয়ার্ডে টাই হওয়ায় টস করে জয়ী নির্ধারন করা হবে। 


13.20 pm: আসানসোলের মোট ১০৪ তি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৮৯টি আসন। বিজেপি পেয়েছে ৭টি আসন। কংগ্রেস পেয়েছে ৩টি আসন, বামেদের দখলে ২টি এবং নির্দল পেয়েছে ৩টি আসন। একটি আসনের ফলাফল অমিমাংসিত থাকায় সেখানে টস হবে বিকেল ৫টায়।


12.11 pm: আসানসোলে ৫৬টি ওয়ার্ড দখল করল তৃণমূল।


12.09 pm: আসানসোল পুরসভা দখল করল তৃণমূল। 


11.55 am: শিলিগুড়িতে তৃণমূল জিতেছে ৩৭টি আসন, বিজেপি জিতেছে ৫টি আসন, বাম জিতেছে ৪টি আসন এবং ১টি আসন জিতেছে কংগ্রেস। 


11.50 am: চন্দননগরে ২৩-১ ব্যবধানে এগিয়ে তৃণমূল 


11.40 am: বিধাননগর দখল তৃণমূলের। ৪১টির মধ্যে ৩৯টি আসনে জয় তৃণমূলের। ১টি নির্দল এবং ১টি কংগ্রেস।  


11.37 am: শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে পরাজিত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 


11.30 am: চন্দননগরে ২২টি আসনে জয়ী তৃণমূল। 


11.27 am: শিলিগুড়ির পরে চন্দননগর একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করল তৃণমূল। 


11.15 am: চন্দননগরে ২২ থেকে ৩২ নম্বর আসনে এগিয়ে তৃণমূল। 


11.08 am: শিলিগুড়িতে  ১,২, ৩,৬,১৭,১৮,২০,২৩,৩১,৩৩,৪৬,৪৭,২৫,৩২,৩৪,২৬,৭,১৪,২৭,৪০,৪৩,১০ এবং ১২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল। অন্যদিকে বাম জয়ী ৪৫,১৯,২২ এবং ২৯ নম্বর ওয়ার্ডে। কংগ্রেস জয়ী ১৬ নম্বর ওয়ার্ডে এবং বিজেপি জিতেছে ৫,৮,৪ এবং ১১ নম্বর ওয়ার্ডে। 


10.57 am: শিলিগুড়িতে ২১ ওয়ার্ডে জয়ী তৃণমূল। 


10.56 am: শিলিগুড়িতে পিছিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ


10.54 am: শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রামভজন মাহাত। 


10.47 am: চন্দননগরে ১১টি আসনে জয়ী তৃণমূল এবং ১টি আসনে জয়ী বাম। 


10.46 am: বিধাননগরে ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী প্রাক্তম মেয়র এবং তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী। 


10.43 am: আসানসোলে ৪৫ আসনে জয়ী তৃণমূল, ৪টি আসনে জয়ী বিজেপি, ১টি করে আসনে জয়ী কংগ্রেস এবং বাম। এছাড়াও ১টি আসনে জয় অমীমাংসিত রয়েছে। 


10.39 am: বিধাননগরে ৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী দেবরাজ চক্রবর্তী


10.33 am: শিলিগুড়িতে একের পর এক আসনে জয়ী তৃণমূল। ৩১, ৩২, ৩৩ এবং ৩৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল 


10.30 am: শিলিগুড়িতে ৫ নম্বর এবং ৮ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি।  


10.29 am: বিধাননগরের ১২ নম্বর ওয়ার্ডে ১২০০ ভোটে জয়ী নির্দল প্রার্থী মমতা মণ্ডল। ৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তী। 



10.19 am: বিধাননগরে ৬ নম্বর ওয়ার্ডে ৬৬৮৩ জয়ী তৃণমূল প্রার্থী সম্রাট বরুয়া। 


10.16 am: বিধান্নগরের ৩৯ নম্বর ওয়ার্ডে ৩৯৯৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রাজেশ চিড়িমার।   


10.15 am: আসানসোলে ১৭, ১৮, ২৭ এবং ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি, ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস, ৩৩ এবং ৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী বাম। 


10.13 am: শিলিগুড়িতে ১২ নম্বর ওয়ার্ডে পরাজিত বিজেপি নেতা নান্টু পাল। 


10.09 am: শিলিগুড়িতে ৬ নম্বর ওয়ার্ডে বাম নেতা অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে ৩০০-র বেশি ভোটে জয়ী তৃণমূল নেতা মহম্মদ আলম। 


10.06 am: শিলিগুরিতে ৬ নম্বর ওয়ার্ডে ৫১০ পরাজিত বাম প্রার্থী এবং প্রাক্তম মেয়র অশোক ভট্টাচার্য। 


10.04 am: বিধাননগরের ৩০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অনিতা মন্ডল। 


10.03 am: আসানসলে ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী গোলাম সরওার। গতকাল রাতে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন তিনি। 


10.02 am: বিধাননগরে ৩১ নম্বর ওয়ার্ডে ৪৬৪৪ ভোটে জয়ী তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। 


10 am: শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী মুন্সি নুরুল ইসলাম। ১৯ নম্বর ওয়ার্ডে ৪০০ ভোটে জয়ী সিপিআইএম প্রার্থী মৌসুমি হাজরা  


9.57 am: বিধাননগরের ২ নম্বর ওয়ার্ডে ৯৪১৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রহিমা বিবি মন্ডল।


9.56 am: আসানসোলে ৫০ নম্বর ওয়ার্ডে ৬৭৮৫ ভোটে জয়ী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক।


9.55 am: বিধাননগরের ১৬ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী জয়ী ১২৫ ভোটে


9.54 am: বিধাননগরের ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য জয়ী ১০৩৪২ ভোটে।


9.52 am: চন্দননগরে ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল। ১২ নম্বর ওয়ার্ডে ১৭৫২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা সাউ।


9.51 am: শিলিগুড়িতে ৩৩ নম্বর ওয়ার্ডে ৩ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম দেব


9.50 am: চন্দননগরে ৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল


9.50 am: বিধাননগরে ২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল


9.48 am: শিলিগুড়িতে ৬টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ১টিতে বাম এবং ১টিতে কংগ্রেস


9.48 am: আসানসোলে ১৭টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ১টিতে বাম এবং ৩টিতে বিজেপি


9.42 am: আসানসোলের ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী নারায়ন বাউড়ি। 


9.41 am: আসানসোলে ১-১৩ নম্বর ওয়ার্ড এবং ১৬, ১৯, ৪৪ জয়ী তৃণমূল 


9.40 am: আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী এবং জিতেন তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি


9.38 am: বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডে ১০২০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি মন্ডল।


9.33 am: চন্দননগরের ৪ নম্বর ওয়ার্ডে ১২৪৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অনিমেষ ব্যানার্জি। 


9.32 am: চন্দননগরে ২০ টি ওয়ার্ডের মধ্যে দ্বিতীয় রাউন্ডের শেষে ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বাম বাকি সব ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।


9.31 am: শিলিগুড়িতে ১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ রায়।


9.30 am: আসানসোলে ৪৪ নম্বর ওয়ার্ডে ১৫৪০ ভোটে জয়ী তৃণমূলের মেয়র পদপ্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায়



9.22 am: বিধাননগরে ১২ নম্বর ওয়ার্ডে তৃতীয় রাউন্ডের শেষে ২০ ভোটে এগিয়ে বাম প্রার্থী।


9.21 am: বিধাননগরে ৩১ নম্বর ওয়ার্ডে চতুর্থ রাউন্ডের শেষে ১৩৮৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী এবং প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।


9.20 am: আসানসোলে সপ্তম রাউন্ডের শেষে ১৫ থেকে ১৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল


9.18 am: শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডে ১৪৯ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অমরানন্দ দাস এবং ২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী গার্গী চ্যাটার্জি। 


9.16 am: আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি এবং ২৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী গৌরভ গুপ্ত


9.15 am:  আসানসোলে তৃতীয় রাউন্ডের শেষে ৪৯ থেকে ৫৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল


9.14 am: আসানসোলে ২৪ থেকে ২৯ নম্বর এবং ৪০ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। 


9.10 am: শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে ২০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব


9.08 am: বিধাননগরে ৩১ নম্বর ওয়ার্ডে তৃতীয় রাউন্ডের শেষে ১১৩৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী এবং প্রাক্তন মেয়র সব্যসাচি দত্ত।



9.06 am: বিধাননগরে ২৯ নম্বর ওয়ার্ডে তৃতীয় রাউন্ডের শেষে ১০১১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী এবং প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। 


9.04 am: শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক। 


9.01 am: বিধাননগরে ২৮ নম্বর ওয়ার্ডে ৯২৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রবীর সর্দার। ২৯ নম্বরে ৭৭০ ভোটে এগিয়ে প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ২৬ নম্বরে ১৫৯৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুশোভন মন্ডল। ৩২ নম্বর ওয়ার্ডে ৩১৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সাহা।  


9 am: চন্দননগরে ১৮টি আসনে এগিয়ে তৃণমূল। ১টি আসনে এগিয়ে বাম এবং ১টি আসনে এগিয়ে অন্যান্যরা। 


9 am: শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে ১৫৮০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অভয়া বসু 


শিলিগুড়িতে ২৩ নম্বর আসনে ২৪৭৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী লক্ষ্মী পাল 


8.50 am: চন্দননগরে ২টি সসনে এগিয়ে বাম।


8.50 am: শিলিগুড়িতে ২৪ নম্বর ওয়ার্ডে পোস্টাল ব্যালট গণনার শেষে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।


8.45 am: বিধাননগরে গণনা শুরু হতেই ঢাকঢোল নিয়ে গণনাকেন্দ্রে হাজির তৃণমূল সমর্থকরা।



8.20 am: গৌতম দেবের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, বিজেপি নেতা শঙ্কর ঘোষ জানিয়েছেন, নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য না রেখে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে তার বক্তব্য রাখলে, তার যা পলিটিকাল স্ট্যাচার, তার প্রতি সম্মান জানানো হবে। তিনি আরও বলেন যে ওভার কনফিডেন্স তার কত আছে তিনি জানেন না তবে একটা বড় ধাক্কা খাওয়ার পরেও এই ধরনের কনফিডেন্স থাকাটা একটু বেমানান বলে মনে হয়। শঙ্কর ঘোষ জানিয়েছেন যে তিনি সব সময় বলেন, লোকসভা থেকে বিধানসভা, বিধানসভা থেকে বুথ স্তরে ভারতীয় জনতা পারতিকে ন্যে যাওয়াটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল করপরেশন তারা এবার দখল করবেন। অ্যাডেড এরিয়ার চরিত্রে এটা প্রমানিত যে প্রায় ৩৭ এর কাছাকাছি আসন তাঁরা পাবেন।    


8.10 am: তৃণমূল নেতা এবং প্রাক্তন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন যে কোনও বিচ্ছিন অশান্তি গণ্ডগোল কিচ্ছু হবেনা, কাউকে করতেও দেওয়া হবে না। তিনি আরও বলেন যে তিনি চেষ্টা করেছেন শিলিগুড়ি পুরবোর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে এবং তিনি আশা করছেন যে তা করতে পারবেন।


7.58 am: বিধাননগর পৌর নিগমের ভোট গণনায় সকাল সকাল প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা ঢুকতে শুরু করল। ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী মন্ডল এবং ৩৭ এর প্রার্থী মিনু দাস চক্রবর্তী সহ সকলেই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী।


7.50 am: চন্দননগর পুরসভায় ১৭৩টি ভোট গ্রহণ কেন্দ্র এবং ১২১ জন প্রার্থী। একে একে ভোট গণনা কেন্দ্রে ঢোকা শুরু করেছেন সকলে। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা রাম চক্রবর্তী পৌঁছেছেন কাউন্টিং সেন্টারে। তিনি জানিয়েছেন, বিরোধীশূন্য বোর্ড গঠন করতে চলেছেন তাঁরা, কারণ মানুষের কাছে যে সাড়া তাঁরা পেয়েছেন তাতে বিরোধী শূন্যই হবে বলে মনে করছেন তাঁরা।


7.47 am: বিধাননগর কলেজের গণনা কেন্দ্রে মোট ১২ টি হল। ৪১টি ওয়ার্ডের গণনার জন্য টেবিল ৫২টি। এই পুরনিগমের মোট ভোটার ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০ জন। 


7.10 am: গণনা কেন্দ্রের বাইরে গণনা কর্মীদের লম্বা লাইন



7.05 am: গণনার শুরুতেই নিরাপত্তার চাদরে মোরা গণনা কেন্দ্র


3 


6.15 am: বিধাননগর পৌরসভার সকাল আটটা থেকে গণনা শুরু। কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সকাল সাতটার মধ্যে এসে উপস্থিত হতে হবে গণনা কেন্দ্রে। সাড়ে সাতটা থেকে নিরাপত্তা কর্মীরা তার ভেতরে প্রবেশ করাবেন। গণনা কেন্দ্র-সহ গণনা কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। একদম বাইরে থাকবে আরটি মোবাইল, এইচআরএসএসও, কিউআরটি ফোর্স, সশস্ত্র বাহিনী ও লাঠিধারী পুলিশ। দ্বিতীয় স্তরে শুধুমাত্র বন্দুকধারী পুলিশ থাকবে। তৃতীয় স্তরে একেবারে বন্দুকধারী পুলিশ। তারা শুধুমাত্র গণনা কেন্দ্রের মধ্যে তাদেরকেই প্রবেশ করতে দেবেন যারা রাজ্য নির্বাচন কমিশনের স্বীকৃত অনুমতি পত্র নিয়ে যাবেন। পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে দ্বিতীয় স্তর পর্যন্ত। তৃতীয় স্তরে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবেন যাবেন কমিশন নিয়ে যাবে। সেখানে রাজ্য তথ্য-সংস্কৃতি ও জেলাশাসককের দফতরের কর্মীরা থাকবেন। তাঁরাই এই কাজে সহযোগিতা করবেন। তবে গণনা কেন্দ্রের প্রথম স্তরে ঢুকতে গেলে শুধুমাত্র সাদা কাগজ এবং পেন ছাড়া অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না। শুধুমাত্র সংবাদকর্মীদের এই ক্ষেত্রে দ্বিতীয় স্তর পর্যন্ত ছাড় দেওয়া হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হবে। একই সঙ্গে অন্য কক্ষে শুরু হয়ে যাবে ইভিএম গণনা। রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তার জন্য কঠোরতম ব্যবস্থা নিয়েছে। এই ফলাফলকে কেন্দ্র করে যাতে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কমিশন সজাগ দৃষ্টি রেখেছে।


12.00 am: কমিশন সূত্রে খবর, আসানসোলের ২২ রাউন্ড ভোট গণনা হতে পারে। ৮ থেকে ১৪ রাউন্ড গণনা হতে পারে বিধাননগরে। শিলিগুড়িতে ভোট গণনা হতে পারে ৬ থেকে ৭ রাউন্ডে এবং ৬ থেকে ১৪ রাউন্ড গণনা হতে পারে চন্দননগরে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিধাননগরের ভোট নিয়ে প্রথম থেকেই একটু বেশি সতর্ক ছিল নির্বাচন কমিশন। সেখানকার আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে ছিলেন পুলিসকর্তা জ্ঞানবন্ত সিং। এছাড়া বাকি তিন পুরনিগমের দায়িত্বে ছিলেন আরও তিন আইপিএস। পুলিস সূত্রে খবর, আজ গণনাকেন্দ্রের বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা।  জারি থাকবে ১৪৪ ধারা। কমিশনের পরিচয়পত্র ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। মোতায়েন থাকবে কিউআরটি ফোর্স, সশস্ত্র এবং লাঠিধারী পুলিস। 


11.45 pm: ঘটনাস্থলে যায় বিশাল পুলিস। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিস লাঠিচার্জ করে বলেও অভিযোগ।  


11.30 pm: পুরভোটের (Municipal Election 2022) ফলাফল ঘোষণার আগের রাত থেকেই আসানসোলে (Asansol Municipal Election 2022) উত্তেজনা। আসানসোল পলিটেকনিক কলেজের স্ট্রংরুমের ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ বিরোধীদের। বিক্ষোভে প্রতিটি বিরোধী দল। এক ঘণ্টারও বেশি সময় ধরে ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ বিরোধীদের। বিরোধীদের দাবি, ভোটের দিন আসানসোল জুড়ে অবাধে ভোট লুট করেছে শাসকদল। সন্ত্রাস হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। মানুষের রায়কে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাঁদের অভিযোগের তির মন্ত্রী মলয় ঘটকের দিকে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)