Municipal Election 2022: প্রার্থীতালিকা নিয়ে বিক্ষোভ, তৃণমূল ওয়ার্ড কমিটির কার্যালয় হয়ে গেল নির্দলের
শনিবার কাঁথি ঢোকার মুখে তৃণমূলের(TMC) ওই ওয়ার্ড কমিটির কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকরা
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার পুরভোটের প্রার্থীতালিকা(TMC Candidate List) প্রকাশের পর তা মেনে নিতে পারছেন দলের একাংশ। এনিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা পৌঁছে দিতে জেলায় জেলায় প্রার্থী বদলের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তা অবরোধ করে, স্থানীয় নেতার বাড়ীতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কাঁথিতে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মীরা। কামারহাটিতে যানবাহন অচল করে বিক্ষোভে সামিল হয়েছে আইএনটিটিইউসি।
এদিকে, কাঁথি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থীতালিকা নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছাল। ছিল তৃণমূলের ওয়ার্ড কমিটির কার্যালয়। দলের কর্মী-সমর্থকরা কার্যালয়ে তৃণমূল নেতাদের ফ্লেক্স, পতাকা খুলে সেটিকে নির্দল কার্যালয়ে রূপান্তরিত করে ফেললেন।
আরও পড়ুন-Khardaha: প্রতিবাদী নাট্যকর্মী; জুটল বেধড়়ক মার, ধারালো অস্ত্রের কোপ!
শনিবার কাঁথি ঢোকার মুখে তৃণমূলের(TMC) ওই ওয়ার্ড কমিটির কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকরা। ঘটনার সময় ছিলেন তৃণমূলের ওয়ার্ড কমিটির সদস্যরা। এনিয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্র বলেন, এই ওয়ার্ডের জন্মলগ্ন থেকেই আমরা তৃণমূল করছি। কিন্তু এবার এমন একজনকে প্রার্থী করা হয়েছে যাকে এখানকার তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছেন না। তাই কর্মীদের মতো তৃণমূল ছেড়ে আমিও নির্দল। কর্মীদের কথামতো নির্দল প্রার্থীও হব। আজ থেকে এই কার্যালয় থেকেই নির্দলের কাজকর্ম চলবে।