জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার পাশপাশি শহরতলিতেও সিবিআই হানা বিভিন্ন জায়গায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রর বাড়ির পাশাপাশি হালিশহর এবং কাঁচরাপাড়াতেও তল্লাশি চালাচ্ছে তাঁরা। কাঁচরাপাড়ার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায় এবং হালিশহরের প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে হানা দিয়েছে তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার হালিশহর পুরসভার প্রাক্তন প্রধান অংশুমান রায়ের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। অংশুমান রায়ের বাড়িতে যায় সিবিআইয়ের চার সদস্যের দল। তাঁর বাড়ির আলমারি থেকে বিভিন্ন কাগজপত্র বার করে দেখেন আধিকারিকরা। জানা গিয়েছে হালিশহর পুরসভার নিয়োগ দুর্নীতি বিষয়ে প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই অফিসাররা।


আরও পড়ুন: LIVE: রবিবারের সকালে কলকাতার মেয়রের বাড়িতে সিবিআই


কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন প্রধান সুদমা রায়ের বাড়িতেও তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কাঁচড়াপাড়ার বাড়িতে গিয়েছেন সিবিআইয়ের তিন প্রতিনিধি। জানা গিয়েছে প্রাক্তন পুর প্রধানের বাড়িতে তিনটি আলমারি ভেঙে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখা শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা।


কলকাতার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে রবিবার সকালেই শুরু হয় সিবিআই হানা। ছুটির রবিবার সকালে হঠাৎই সিবিআইয়ের দল চেতলায় ফিরহাদের বাড়িতে পৌঁছে যায়। বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী দুর্গের মতো ঘিরে ফেলে মেয়রের বাড়ি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরহাদ হাকিমের আইনজীবী ঘটনাস্থলে পৌঁছে গেলেও তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Bengal Weather Today: ভারী বৃষ্টি নেই রাজ্যে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি


কিছুদিন আগেই পুর দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি। মধ্যমগ্রামে মন্ত্রীর বাড়িতে চলে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তল্লাশি। ২০১৪-২০১৮ পর্যন্ত পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। মধ্যমগ্রামের মাইকেলনগরে রথীন ঘোষের বাড়িতে ভোর রাতে থেকেই তল্লাশি শুরু করেন ইডি অফিসাররা। একইসঙ্গে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরাহনগর পুরসসভার চেয়ারম্যান অপর্ণা মল্লিক, দক্ষিণ দমদম এর প্রাক্তন চেয়ারম্যান পাচু রায় এর বাড়িতে তল্লাশি চলায় ইডি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)