আরামবাগে সালিসি সভায় প্রৌঢ়াকে মারধর করে খুন, পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা
জানা গিয়েছে, নেতার ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে দিতে রাজি ছিলেন না গ্রামেরই বাসিন্দা আসাদুল আলি। সেই রাগেই সালিশি সভা ডেকে তাকে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে এসে আক্রান্ত হন মা।
নিজস্ব প্রতিবেদন: সালিসি সভায় প্রৌঢ়াকে মারধর করে খুনের অভিযোগে চাঞ্চল্য। আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের বাসুলি চক গ্রামের ঘটনা। তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা এলাকার এক নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধেই অভিযোগ এনেছে প্রৌঢ়ার পরিবার। জানা গিয়েছে, নেতার ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে দিতে রাজি ছিলেন না গ্রামেরই বাসিন্দা আসাদুল আলি। সেই রাগেই সালিশি সভা ডেকে তাকে মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে এসে আক্রান্ত হন মা।
আরও পড়ুন: যাদবপুরে বিকোচ্ছে ভেষজ আবির, সুযোগ বুঝে মিশছে ভেজালও
হাসাপাতালে নিয়ে গেলে প্রৌঢ়াকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজিনা ছড়িয়ে পড়ে। হাসপাতাল চত্বরেও উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে পুলিস বাহিনী। পুলিস জানিয়েছে মৃতা প্রৌঢ়ার নাম আসেরা বিবি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা বেপাত্তা।