ওয়েব ডেস্ক: মালদায় রহস্যজনকভাবে খুন যুবক। শুক্রবার রাতে খুন হন মানিকচকের হীরানন্দপুরের বাসিন্দা ওই ব্যক্তি। ছ বছর আগে ধর্ষণের শিকার হয়েছিলেন তাঁর স্ত্রী। সেই মামলা প্রত্যাহার করাতে তাঁকে বার বার চাপ দিচ্ছিল দুষ্কৃতীরা। সেই মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ মণ্ডল ছাড়াও সন্দেহের তির শ্যালকের দিকেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - "উইকেটে টিকে থাকলে রান এমনিই আসবে", কৌশলী জবাব মুকুল রায়ের


পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেলে শ্যালকের সঙ্গে বাড়ি থেকে বেরোন ওই ব্যক্তি। শ্যালকের দাবি অনুসারে, রাস্তায় তাদের ঘিরে ফেলে সিদ্ধার্থসহ চার জন। সেখানেই বেধড়ক মারধর করা হয় ওই ব্যক্তিকে। ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয় তাকে। এর পর দেহ ফেলে দেওয়া হয় নদীর জলে।


 



পরিবারের দাবি, স্ত্রীকে ধর্ষণের মামলা প্রত্যাহারের জন্য নিহত ব্যক্তির ওপর চাপ দিচ্ছিল সিদ্ধার্থ। শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার না করায় খুন করা হয়েছে তাকে। তবে নিহত ব্যক্তির শ্যালিকার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আটক করা হয়েছে।