নিজস্ব প্রতিবেদন:  লকডাউনে কাজ হারানো শ্রমিকদের রোজগারের পথ দেখাচ্ছে বাংলা আবাস যোজনা।  কর্মসংস্থানের লক্ষ্যে দ্রুত বাড়ি তৈরির কাজে বাড়ি গুরুত্ব দিচ্ছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। লকডাউনে ঘরে ফেরা শ্রমিকদের MNREGA -প্রকল্পের যুক্ত করার পরিকল্পনা নিয়েছিল সরকার। রূপায়ণে পদক্ষেপ করল মুর্শিদাবাদ প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবাস যোজনায় কর্মসংস্থান, জেলায় গত বছরে বাংলা আবাস যোজনায় বরাদ্দ লক্ষাধিক বাড়ি নির্মাণের কাজ চলছে। এ বছর আরও এক লক্ষ বাড়ি নির্মাণের অনুমতি মিলেছে। এই কাজেই নতুন কর্ম সংস্থানের দিশা দেখছে প্রশাসন। 


তিন ধাপে আবাস যোজনা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন গ্রামের দরিদ্র মানুষ। একই সঙ্গে একশ দিনের প্রকল্পে মিলছে কাজ। হাতে আসছে নগদ।  তবে এই প্রকল্পে যাতে কোনও দুর্নীতি না হয় সে দিকে প্রথম থেকে কড়া নজর রেখেছে প্রশাসন। দুর্নীতি রুখতে এবং দ্রুত ব্যবস্থা নিতে টোল ফ্রি নম্বর চালু করেছে জেলা পরিষদ। মুর্শিদাবাদ জেলার বহু মানুষ শহরে , অন্য রাজ্যে নির্মাণ কর্মীর কাজ করতেন। লকডাউনের এই সঙ্কটে সরকারের এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটবে বলেই আশা।