নিজস্ব প্রতিবেদন: ভিনরাজ্যে কাজে গিয়ে খুন হলেন মুর্শিদাবাদের আরও এক শ্রমিক। ছত্তিসগড়ের কানকের থানা এলাকায় বানিরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সম্মতিনগরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পরিবারের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কর্মসূত্রে ছত্তিসগড়ে প্রবাসী বানিরুল। ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন তিনি। সেখানে কিছুটা জমিও কিনেছিলেন তিনি। সেই জমি বিক্রি নিয়ে বিবাদের জেরে খুন বলে মনে করছেন পরিজনরা। 


বাড়ছে অধ্যাপকদের বেতন, জানুয়ারি থেকে কার্যকর হবে UGC বেতনক্রম


মঙ্গলবার ঘটনার খবর পৌঁছলে বানিরুলের বাড়িতে কান্নার রোল ওঠে। আত্মীয়দের দাবি, বকেয়া মজুরি মেটানোর দাবি তোলাতেও খুন হয়ে থাকতে পারেন বানিরুল। আপাতত দেহ কী ভাবে গ্রামে ফেরানো যায় তা নিয়েই ব্যস্ত নিহতের বাড়ির লোকজন।