নিজস্ব প্রতিবেদন : এরকম ডাকাতির কথা আগে কেউ কখনও শোনেনি। 'টাকা নেই' বলতেই ডাকাতদল ধার করে টাকা এনে দেওয়ার জন্য হুকুম করে। অভিনব এই ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাকদহে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নদিয়ার চাকদহে পুর বাজারের একটি সোনার দোকানে শুক্রবার রাতে হামলা চালায় একদল ডাকাত। রাত সাড়ে ৮টা নাগাদ প্রায় ২০ জন দুষ্কৃতীর একটি দল মোটরবাইকে চেপে আসে। দোকান মালিক বিকাশ দত্তের কাছে টাকার দাবি করে তারা। বিকাশ দত্ত টাকা দিতে অস্বীকার করলে, মাথায় বন্দুক ঠেকিয়ে দোকানে ভাঙচুর চালায় ডাকাতদল।


বিকাশ দত্ত তখন দুষ্কৃতীদের জানায় যে তাঁর কাছে কোনও টাকা নেই। এরপরই ডাকাতদল তাঁকে ধার করে এনে টাকা দিতে বলে। কোনওমতে পাশের দোকান থেকে ৫০ হাজার টাকা এনে ডাকাতদের হাতে দিয়ে নিস্তার পান বিকাশবাবু।


আরও পড়ুন, টিউশন পড়ে ফেরার পথে 'অপহৃত' ২ কিশোরী!


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এধরনের ঘটনা ওই এলাকায় প্রথম। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।