প্রসেনজিত্ মালাকার:  নানুরে বিজেপি কর্মী খুনে এবার নয়া মোড়। জি ২৪ ঘণ্টার ক্যামেরায় উঠে এল চাঞ্চল্যকর ছবি। নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াই খুনে মূল অভিযুক্ত নানুরের কর্মাধ্যক্ষের সঙ্গে দেখা গেল তৃণমূলনেতা কেরিম খানকে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অভিযোগের তালিকায় প্রথমেই নাম রয়েছে এই কেরিম খানের। অভিযোগ,  কেরিম খানের নেতৃত্বেই দুষ্কৃতীরা  গুলি করে খুন করে স্বরূপকে। এমনকি মৃত্যুর আগের মুহূর্তেও কেরিম খানের নামই নিয়েছিলেন স্বরূপ গড়াই।


কেরিম খানকে গ্রেফতারের দাবিতে সরব বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব।  জেলা জুড়ে চলছে আন্দোলন। অথচ, মূল অভিযুক্ত কেরিম খান ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। পুলিসের চোখে ‘পলাতক’সে।


নিহত দলীয় কর্মীর দেহ চুরি করেছে পুলিস, হাইকোর্টে মামলা করতে চলেছে বিজেপি


ক্যামেরার সামনে আসতেই উল্টো সুর গাইতে শুরু করেছে কেরিম খান। তাঁদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসাচ্ছে।


এদিকে, নিহত বিজেপি কর্মীর দেহ নিয়ে টানাপোড়েন অব্যাহত। এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি। মঙ্গলবার মহরমে ছুটি রয়েছে হাইকোর্ট। তাই আগামিকাল, বুধবার আদালতে মামলা করবে বিজেপি।


মঙ্গলবার সকালে নিহত বিজেপি কর্মীর বাড়ির দেওয়ালে নোটিস লাগিয়ে এসেছে পুলিস। নোটিসে স্পষ্টভাবে লেখা, দেহ নিতে অস্বীকার করেছে পরিবার, তাই তা বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। অথচ, ঠিক তার উল্টো দাবি করছে নিহতের পরিবার। তাঁদের বক্তব্য, পুলিস এনআরএস- থেকে দেহ কেন তাঁদের হাতে তুলে দিল না? কেন দেহ রাজ্য বিজেপির সদর দফতরে নিয়ে যেতে দেওয়া হল না?  তাঁদের আরও অভিযোগ, পুলিস রাতের অন্ধকারে দেহ এনআরএস-এর মর্গ থেকে বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নিহতের পরিবার। প্রতিবাদে মঙ্গলবার সকালেই এনআরএস হাসপাতালে যাচ্ছে রাজ্য বিজেপি। সঙ্গে থাকছেন পরিবারের সদস্যরাও।