ওয়েব ডেস্ক: নারদকাণ্ডের তদন্তে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে সিবিআই। বৃহস্পতিবার অপরূপার শ্রীরামপুরের বাড়িতে হানা দেন সিবিআইএর তিন গোয়েন্দা। এদের মধ্যে এক মহিলা আধিকারিকও রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - জালে ব্লু হোয়েল গেমের মাস্টারমাইন্ড! কী তার পরিচয়, কেন কষেছিল এই মারণ ছক, ফাঁস হল সব তথ্য


নারদ স্টিং অপারেশন যে সময় হয়েছিল, তখন আরামবাগের সাংসদ ছিলেন অপরূপা। ছিলেন পুরসভার কাউন্সিলরও। তবে বর্তমানে সাংসদ নন তিনি। সিবিআই সূত্রের খবর, কেন ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিয়েছিলেন তা ব্যাখ্যা করতে বলা হবে অপরূপাকে। এদিন এদিন অপরূপাকে নারদ স্টিং অপারেশনের ফুটেজ দেখিয়ে জেরা করেন গোয়েন্দারা। ম্যাথু স্যমুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতেও তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।


নারদকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে দায়ের মামলায় বিরোধিতা করে সওয়াল করেছিলেন অপরূপা। যদিও শেষ পর্যন্ত তাঁর আপত্তি অগ্রাহ্য করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।